ব্যোমকেশ জানালার দিক্ হইতে চক্ষু ফিরাইয়া বলিল— “কিছুদিন থেকে কাগজে একটা মজার বিজ্ঞাপন বেরুচ্ছে, লক্ষ্য করেছ?” আমি বলিলাম— “না। বিজ্ঞাপন আমি পড়ি না।” ভ্রূ তুলিয়া একটু বিস্মিতভাবে ব্যোমকেশ বলিল— “বিজ্ঞাপন পড় না? তবে পড় কি?” “খবরের কাগজে সবাই যা পড়ে,…
হাসছি মোরা হাসছি দেখো: বীর দাসের বীরত্বে দুই ভারতের পর্দা ফাঁস
https://www.youtube.com/watch?v=5A-F9qu6c_4&t=324s কিসে আমাদের হাসি পায়? এ প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে আমরা কারা — সে প্রশ্নের উত্তর। হাসি যে এভাবে মানুষ চেনায় তা ২০১৪ পরবর্তী ‘স্বাধীন’ ভারতে বাস না করলে বোধহয় বোঝা হত না। এখন হোয়াটস্যাপ, ফেসবুক, টুইটারে অনবরত হাসির…
Troll comes full circle for Kohli and how
Photo courtesy: Internet During his international career, Virat Kohli has mostly seen the bright side of fame. Only since last Saturday has the dark side started to make its presence felt. The brickbats he is receiving would be fine had…