দুটো অতিপরিচিত লাইন সেদিন ঘোল খাইয়ে দিল । সন্ধ্যেবেলা এক অগ্রজ সাংবাদিকের ফোন "জল পড়ে । পাতা নড়ে । কার লেখা রে ?" অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পত্রপাঠ জবাব দিলাম "বিদ্যাসাগর । বর্ণপরিচয়ে আছে ।" প্রতিপ্রশ্ন "ঠিক তো ? রবীন্দ্রনাথ নয়…
ফিরে আসে বৃষ্টির পাখিরা — যে সাহিত্য পাঠককে পড়িয়ে নেয়
ছোটবেলায় 'শুকতারা', 'কিশোর ভারতী' দিয়ে শুরু করে কৈশোরে 'আনন্দমেলা' হয়ে শারদ সাহিত্য পড়ার অভ্যেসটা যৌবনে 'দেশ', 'আজকাল', 'নন্দন' পর্যন্ত দিব্যি চলে এসেছিল । কিন্তু পরপর কয়েকবছর থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়ের স্বাদ নিতে হওয়ায় এবং কিছুটা জীবনের চাবুক…